শ্রান্তি ও চিত্ত বিনোদন ছুটি (Rest and Recreation Leave)।


আসুন জেনে নেই শ্রান্তি ও চিত্তবিনোদন(RRL)ছুটি। সংক্রান্ত কিছু কথা। শ্রান্তি ও বিনোদনের উদ্দেশ্যে যে অর্জিত ছুটি দেয়া হয় উহাই শ্রান্তি ও বিনোদন ছুটি।
ছুটির বিধিমালাঃ
ছুটির ফরম নং-৪০ এর মধ্যে অনেকেউ ভূল করে অর্জিত ছুটির বিধিমালাটি লিপিবদ্ধ করে থাকেন। মনে রাখবেন শ্রান্তি ও বিনোদন ছুটির বিধিমালা- ১৯৭৯
অনেকেই ১৯৫৯ লিখে থাকেন কিন্তু ১৯৫৯ অর্জিত ছুটির ক্ষেত্রে প্রযোজ্য।
১।  কার্যভিত্তিক, আনুষাঙ্গিক ও চুক্তিভিত্তিক কর্মচারী ব্যতীত সকল প্রকার সরকারী কর্মচারী এই ছুটি প্রাপ্য।
২।  প্রতি তিন বছরে ১৫ দিন গড় বেতনে ছুটি গমন করলে বেতনের অতিরিক্ত একমাসের মূলবেতনের সমপরিমাণ ভাতা প্রাপ্য।

৩। জনস্বার্থের কারনে আবেদিত তারিখ হতে ছুটি মঞ্জুর সম্ভব না হলে পরে যখন ছুটি মঞ্জুর করা হবে তখন ঐ ভাতা প্রাপ্য হবেন। পরবর্তী বিনোদন ভাতার জন্য তিন বছর গণনা করা হবে পূর্ববর্তী ছুটির আবেদনকৃত তারিখ হতে (বিধি-৬)।

পিআরএল ভোগরত কেউ এই ভাতা পাইবে না।
ছুটি মঞ্জুর ছাড়া এই ভাতা প্রদান করা যাবে না।
চাকুরী বহিতে শ্রান্তি ও বিনোদন (RRL) নামে লিপিবদ্ধ হবে কিন্তু হিসাবের ক্ষেত্রে অর্জিত (Earned Leave) হিসাবে হিসাব করা হবে।
এবারও আপনাদের দিচ্ছি অর্জিত ছুটি হিসাব করার Calculator ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment