কবিতার ডায়েরী

আমি উপলব্ধি করি
               =রেজা
জানি তুমি আমায় ‘তুমি’ করে বলবেনা
তুমি হয়তো জানো না তুমি আমায়
তুমি তুমি তুমি করে ডাকো, আমি উপলব্ধি করি।

জানি তুমি আমার হাতে হাত রাখোনা
পাশাপাশি দুজনে অনেক দূর পর্যন্ত হাটি
তুমি কি জানো তুমি আমার হাত হাত রাখো? আমি উপলব্ধি করি।

জানি তুমি আমায় “ভালবাসি তোমায়” “আমি তোমাকে ভালবাসি” এই শব্দটি বলবেনা
একথা বললে যদি আমি উন্মাদ হয়ে যাই?
যদি আমি তোমার জন্য পাগল হয়ে যাই?
কিন্তু তুমি কি জানো তুমি আমায় কতখানি ভাল বাসো?
আমি উপলব্ধি করি, তুমি হয়তো উপলব্ধি করো না।

তবুও ভাল বাসি, ভাল বাসি এবং ভাল বাসি তোমায়।

০২-০২-২০১৭খ্রিঃ, গাজীপুর।


No comments:

Post a Comment