নিজেই বের করুন অর্জিত (Earned Leave) ছুটির হিসাব।



আসুন জেনে নেই কিভাবে অর্জিত(Earned Leave)ছুটির হিসাব বের করবেন।

প্রথমে কয়েকটি কথা বলে রাখি যা না বললেই নয়।
বিএসআর,-এর পার্ট-১ এর বিধি-১৪৫ মোতাবেককর্মকালীন সময়ে যে ছুটি অর্জিত হয় ঐ ছুটিই অর্জিত ছুটি।নির্ধারিত ছুটির বিধিমালা ১৯৫৯ এর বিধি-৩(১)(¡) অনুযায়ী একজন কর্মচারী কর্মকালে প্রতি ১১ দিনের জন্য ১ দিন হিসাবে গড় বেতনে ছটি অর্জন করে। সহজভাবে বুঝার জন্য সহজ লেখার চেষ্টা করছি। আপনার যোগদানের তারিখ হতে যে দিন ছুটি যাবেন তার আগের দিন পর্যন্ত আপনার মোট চাকুরীকাল হিসেব করুন। এবার যে দিন গুলি বের করেছেন সেই দিন গুলোকে ১১ দিয়ে ভাগ করুন। এবার  ফলাফল পেলেন তা হল আপনার প্রাপ্য ছুটি। এই ছুটি হতে আপনার পূর্বের ভোগকৃত ছুটি বিয়োগ হবে।
একটি উদাহরণ
মোট কর্মের দিন১০০০÷১১=৯০ ভোগকৃত ছুটি ৩০ দিন তাহলে ৯০-৩০=৬০ দিন আপনি ছুটি প্রাপ্য।
অর্জিত ছুটির হিসাব কাগজে কলমে করতে গিয়ে অনেক সময় নষ্ট হয় তাই আপনাদের জন্য নিয়ে এলাম অর্জিত ছুটি হিসাব করা ক্যালকুলেটর।
ডাউন লোড করতে এখানে ক্লিক করুন।
(সংগৃহীত)

No comments:

Post a Comment