আনসার ও ভিডিপির প্রশিক্ষণ গ্রহণ করুন আত্মনির্ভরশীল হউন।




বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করুন। দেশে ও বিদেশে কাজ করে উপার্জন বৃদ্ধি করুন। নিজের, পরিবারের এবং দেশের জন্য কাজ করার সুযোগ নিন এবং নিজেও স্বাবলম্বী হউন। এ বাহিনী হতে প্রশিক্ষণ গ্রহণ করে আজ অনেকেই স্বাবলম্বী তবে আপনি কেন পিছিয়ে থাকবেন?
বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমী, সফিপুর, গাজীপুর-এ প্রশিক্ষণ প্রদানসহ দেশের অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেয় হচ্ছে প্রতি বছর।
আসুন জেনে নেই ২০১৩-২০১৪ অর্থ বছরে কি কি প্রশিক্ষণ থাকতে পারে আপনাদের জন্য।

১। সাটারিং কার্পেন্ট্রি (Shuttering Carpentry)
২। রড বাইন্ডিং (স্টিল ফিক্সিং) Rod Binding (Steel Fixing)
৩। বিল্ডিং পেইন্টিং (Building Painting)
৪। ওয়েল্ডিং ১জি টু ৩জি(welding 1G to 3G)
৫। পাইপ ফিটিং ও প্লাম্বিং (Pipe Fitting & Plumbing)
৬।  ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়ারিং (Electrical House Wiring)
৭।  রেফ্রিজারেশন এন্ড এসি।(Refrigeration and AC)
৮। মোবাইল ফোন রিপিয়ার এন্ড সার্ভিসিং।
৯।  কম্পিউটার এপ্লিকেশন এন্ড হার্ডওয়্যার মেইনটেনেন্স।
১০। অটোমোবাইল মেকানিক্স।
১১। অটোমোবাইল ইলেকট্রিশিয়ান।
১২। অটোমোবাইল পেইন্টিং।
১৩। টার্নার (Lathe Machine Work)।
১৪। এইচভি টেকনিশিয়ান (High Voltage Technician)।
১৫। ডাক্ট ফেব্রিকেশন (Duct Febrication)।
১৬। মেশিন সপ ফিটার (machine Shop fiter)।
১৭। মেশন (Masson-Tiles, Plaster & block)
১৮। এ্যালুমিনিয়াম ফেব্রিকেশন।
১৯। কম্পিউটার অপারেটিং।
২০। হস্ত শিল্প, বাঁশ, বেত, কাঠ ও অন্যান্য।
এছাড়াও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ, আনসার মৌলিক প্রশিক্ষন ইত্যাদি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিচ্ছে গ্রামে গ্রামে মৌলিক প্রশিক্ষণ, উপজেলায় প্রশিক্ষন, জেলা, আনসার ভিডিপি রেঞ্জ, ভিটিসি, ও আনসার-ভিডিপি একাডেমীতে অত্যন্ত ভাল মানের প্রশিক্ষণ। প্রশিক্ষণের পর পাচ্ছেন প্রশিক্ষণ সনদপত্র/স্মার্ট কার্ড।
জুলাই মাসেই দেয়া হবে প্রশিক্ষন পঞ্জিকা।প্রশিক্ষন পঞ্জিকা পেতে চোখ রাখুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইটে এখানে ক্লিক করুন।
সরাসরি আপনি আপনার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। (ছবিঃ ১- রফিকুল ইসলাম ডিডি, সাবেক এডমিনিস্ট্রেটর আইএসসেল)
আপনার যে কোন পরামর্শ উৎসাহিত করবে আমাকে।

No comments:

Post a Comment