এমএস ওয়ার্ড নিয়ে একটি টিপ্স
আমি মূলত এমএস ওয়ার্ড নিয়ে প্রয়োজন ছাড়া তেমন চিন্তা ভাবনা করি না। আজ
একটা বিশেষ কারণে এই লেখাটি লেখলাম। অফিসের একটা চিঠি আপনি টাইপ করার সাথে সময় ও
তারিখ ও প্রিন্ট হবে। প্রয়োজন হলে টিপস টি আপনি সংগ্রহে রাখতে/ব্যবহার করতে পারেন।
তারিখের জন্য এমএস ওয়ার্ডে যে স্থানে দিতে চান সে স্থানে মাউসের কার্সর রেখে
Shift+alt =D চাপুন দেখবেন তারিখ উঠে গেছে আর
সময়ের জন্য এমএস ওয়ার্ডে Shift+alt T চাপুন দেখবেন সময় উঠে গেছে। এবার
ইচ্ছেমত স্থান ও ফন্ট সাইজ নির্ধার করুন। আশা করি বুঝতে পেরেছন। ফেসবুকে আমি।
Thank vai MS word Sickse amar kaj a lagbe
ReplyDelete