নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ




আজ ২৬/১১/২০১৭ খ্রিঃ তিতাস গ্যাস গাজীপুর জোনের আওতাধীন গাজীপুর সিটিকর্পোরেশনের ২২ নং ওয়ার্ড, বাংলাবাজার এলাকায়  অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে প্রায় ১২০০ ফুট অবৈধ ও নিম্নমানের গ্যাস পাইপ লাইন উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাফিজা জেসমিন
সে সময় অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার দায়ে দুটি খাবার হোটেল মালিক ও ৭ জন আবাসিক ভবন মালিককে সর্বমোট ২ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা করা হয় ।
এলাকার জনসাধারণ কে অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যবহার না করার জন্য সচেতন করা হয়।
অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী হিসেবে আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আনসার ব্যাটালিয়ন ফোর্সের নেতৃত্বে থাকা ১৯ আনসার ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার জনাব মোঃ বাবুল মল্লিক জানান সারাদেশের ন্যায় গাজীপুরেও ভ্রাম্যমান আদালতে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগীতা করে আসছেন, আশা করি আমাদের  এই সশস্ত্র অংশগ্রহণ অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment