আনসার বাহিনীতে কম্ব্যাট পোশাকের সাথে ওয়েব বেল্ট পড়তে হবে না (প্র. ক্ষে.)


















বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কম্ব্যাট পোশাকের সাথে ওয়েব বেল্ট পড়তে হবেনা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রহিত করন পত্রের বরাত দিয়ে পত্র জারী করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

তবে কিছু কিছু ক্ষেত্রে ওয়েব বেল্ট  পরিধান করতে হবে যেমনঃ-

  •  প্রশিক্ষণ ও আভিযানিক কর্মকান্ড পরিচালনার সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে।
  • সকল প্রকার আনুষ্ঠানিক কুচকাওয়াজের সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে।
  • অস্ত্রসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকান্ড ও গার্ড ডিউটির সময় ওয়েব বেল্ট পরিধান করতে হবে।
  • এছাড়াও অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে ওয়েব বেল্ট পরিধান করতে হবে।
এ আদেশ জারীর পর থেকে কম্ব্যাট পোশাকের অন্যান্য নীতিমালা/বিধান অপরিবর্তিত থাকবে।
এটি শুধু মাত্র বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্ব্যাট পোশাক পরিধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

No comments:

Post a Comment